Newsbazar24.com / খেলা

  • রেলের উদ্যোগে মালদায় শুরু হল কাবাডি প্রতিযোগিতা।

    13-Mar-18 03:02 pm


    ডেস্ক, ১৩ই মার্চঃ  রেলওয়ে বোর্ডের উদ্যোগে, পূর্ব রেলওয়ে মালদা ডিভিশানের পরিচালনায় মালদা জেলায় শুরু হল কাবাডি প্রতিযোগিতা। সোমবার মালদার রেলওয়ে সুরক্ষা বাহিনীর (RPF) ট্রেনিং সেন্টার মাঠে খেলার শুভ উদ্বোধন করেন পূর্ব রেলওয়ে মালদা ডিভিশানের  ডিআরএম তনু চন্দ্রা, ছাড়াও উপস্থিত ছিলেন মালদা ডিভিশনের ,ডিআরএম বিজয় কুমার সাউ, মালদা আরপিএফ এসিটেন্ট কমানডেন্ট জে কে শিবাস্টাব এবং বিভিন্ন পোস্টের ইনস্পেক্টর, জওয়েনারা এ প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন মালদা, হাওড়া, শিয়ালদহ,  আসানসোল ও জামালপুর ডিভিশানের প্রায় শতাধিক প্রতিযোগী।

    Read : 131

Related Posts

সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয়ী ভারতের তরুণ সাইক্লিস্ট ইসো আলবিন।
লাল হলুদের দায়িত্ব নিতে চলেছেন নূতন স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেন্ডেজ গার্সিয়া
আগামীকাল শুরু হচ্ছে ১৮তম এশিয়ান গেমস ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেম্বাং শহরে।
ভারতীয় ফুটবল ফেডারেশানের সহ সভাপতি সুব্রত দত্ত প্রশাসক হিসাবে আন্তর্জাতিক স্তরে ফুটবল প্রশাসনে
প্রয়াত প্রাক্তন দিকপাল ব্যাডমিন্টন খেলোয়াড় মনোজ গুহ।
স্কুল কবাডিতে চ্যাম্পিয়ন্স মোথাবাড়ি ও বাঙ্গীটোলা হাইস্কুল
ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা অধরাই থেকে গেল পি ভি সিন্ধুর।
রাজ্য অ্যাথলেটিকস মিটের তৃতীয় দিনে মালদার প্রতিযোগীরা ৪ টি সোনা ১ টি রুপো ও ২ টি ব্রোঞ্জ পদক লাভ করেছে
প্রথম টেস্টে ৩১ রানে জিতে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড