Newsbazar24.com / খেলা

  • ১৫ তম ‘মিঃ মালদা’ দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা

    13-Mar-18 02:38 pm


    ডেস্ক, ১৩ই মার্চঃ মালদা ডিসট্রিক্ট ফিজিকাল কালচার অ্যাসোসিয়েশনের  পরিচালনায়  এবং ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং এন্ড ফিসিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ১৫ তম মিঃ মালদা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা (Mr. Malda Body Building Championship 2018) অনুষ্ঠিত হল গতকাল বৃন্দাবনী ময়দানের সামনে মুক্ত মঞ্চে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছিলেনমোট টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৫৫ কেজি,৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি,  এবং অনূর্ধ ৭০ কেজি এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রচুর দর্শক সমাগম হয়েছিলপ্রদীপ উজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন বিশিষ্ট .চিকিৎসক নীলরতন সাহা,জেলা ক্রিড়া সংস্থার সম্পাদক  শুভেন্দু  চৌধুরী বিশিষ্ট চক্ষু .চিকিৎসক নীলাদ্রী সাহা আরও অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ প্রতিটি বিভাগের প্রথম স্থান অধিকারীদের নিয়ে হয়  Mr. Malda প্রতিযোগিতা উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হন .আটলান্টিকা হেলথ সেন্টারের বিক্কি হরিজন .রানাস্ হন  কীপ ফিটের প্রদীপ চৌধুরীচ্যাম্পিয়ানকে নগদ ৫০০০ টাকা সুদৃশ্য ট্রফি এবং রানাস্ পান ২০০০ টাকা ট্রফি

    Read : 2594

Related Posts

পুরাতন মালদা এ টি সির উদ্যোগে ১০ কিমি রোড রেসএ প্রথম ফালাকাটার হাসিবুল,দ্বিতীয় ও তৃতীয় মালদার তিলক মণ্ডল ও অনুপ ঘোষ।
অজস্র গোলের সুযোগ নষ্ট করে ভারত ২-০ তে পরাজিত সংযুক্ত আরব আমিরশাহীর কাছে।
এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের,মেসিকে টপকে গেলেন সুনীল।
ভারতের ক্রিকেটে ইতিহাস ,অস্ট্রেলিয়ায় সর্ব প্রথম টেস্ট সিরিজ জয়, বৃষ্টি ভেস্তে দিল সিডনি টেস্ট,
এস আর এম বি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান মালদা অনীক সংঘ
এস আর এম বি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি মালদা অনীক সংঘ ও সবুজ সংঘ বহরমপুর
কালিতলা ক্লাবের পরিচালনায় এস আর এম বি কাপের ফাইনালে সবুজ সংঘ বহরমপুর
চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দলের ১৩ জনের নাম ঘোষনা করল বিসিসিআই
কালিতলা ক্লাবের পরিচালনায় ১৮তম এস.আর.এম.বি.কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল।