Newsbazar24.com / খেলা

  • ১৫ তম ‘মিঃ মালদা’ দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা

    13-Mar-18 02:38 pm


    ডেস্ক, ১৩ই মার্চঃ মালদা ডিসট্রিক্ট ফিজিকাল কালচার অ্যাসোসিয়েশনের  পরিচালনায়  এবং ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং এন্ড ফিসিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ১৫ তম মিঃ মালদা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা (Mr. Malda Body Building Championship 2018) অনুষ্ঠিত হল গতকাল বৃন্দাবনী ময়দানের সামনে মুক্ত মঞ্চে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছিলেনমোট টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৫৫ কেজি,৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি,  এবং অনূর্ধ ৭০ কেজি এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রচুর দর্শক সমাগম হয়েছিলপ্রদীপ উজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন বিশিষ্ট .চিকিৎসক নীলরতন সাহা,জেলা ক্রিড়া সংস্থার সম্পাদক  শুভেন্দু  চৌধুরী বিশিষ্ট চক্ষু .চিকিৎসক নীলাদ্রী সাহা আরও অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ প্রতিটি বিভাগের প্রথম স্থান অধিকারীদের নিয়ে হয়  Mr. Malda প্রতিযোগিতা উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হন .আটলান্টিকা হেলথ সেন্টারের বিক্কি হরিজন .রানাস্ হন  কীপ ফিটের প্রদীপ চৌধুরীচ্যাম্পিয়ানকে নগদ ৫০০০ টাকা সুদৃশ্য ট্রফি এবং রানাস্ পান ২০০০ টাকা ট্রফি

    Read : 192

Related Posts

ভারতীয় ফুটবল ফেডারেশানের সহ সভাপতি সুব্রত দত্ত প্রশাসক হিসাবে আন্তর্জাতিক স্তরে ফুটবল প্রশাসনে
প্রয়াত প্রাক্তন দিকপাল ব্যাডমিন্টন খেলোয়াড় মনোজ গুহ।
স্কুল কবাডিতে চ্যাম্পিয়ন্স মোথাবাড়ি ও বাঙ্গীটোলা হাইস্কুল
ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা অধরাই থেকে গেল পি ভি সিন্ধুর।
রাজ্য অ্যাথলেটিকস মিটের তৃতীয় দিনে মালদার প্রতিযোগীরা ৪ টি সোনা ১ টি রুপো ও ২ টি ব্রোঞ্জ পদক লাভ করেছে
প্রথম টেস্টে ৩১ রানে জিতে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয়বার পিভি সিন্ধু
রাজ্য অ্যাথলেটিকস মিটে প্রথম দুই দিনে মালদাজেলার পাঁচটি পদক জয়।
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় সাইনা নেহওয়ালের