Newsbazar24.com / খেলা

  • কালিয়াচক ফুটবল অ্যাকাডেমির ক্ষুদে খেলোয়াড়দের সম্বর্ধনা।

    12-Mar-18 03:18 pm


    ডেস্ক, ১২ই মার্চঃ পুণেতে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় কালিয়াচক ফুটবল অ্যাকাডেমিকে সন্মাণিত করলো কালিয়াচক এক নম্বর ব্লক কংগ্রেস ত্রদিন কালিয়াচক ব্লক কংগ্রেস পার্টি অফিসে আয়োজন করা হয়েছিলো এই অনুষ্ঠানের

    জানা যায়, পুণেতে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় দেশের মোট ২২টি দল অংশ নিয়েছিলো তার মধ্যে এই রাজ্য থেকে একমাত্র দল হিসেবে অংশ নেয় মালদার কালিয়াচক অ্যাকাডেমি ফুটবল দল প্রতিযোগিতায় সব দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কালিয়াচক মালদায় ফিরতেই তাই ওই অ্যাকাডেমির ১৪ জন খেলোয়াড়কে সংবোর্ধনা জানালো ব্লক কংগ্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুুজাপুরের বিধায়ক ঈশাখান চৌধুরী, মতিউর রহমান সহ অন্যান্যরা

    Read : 3899

Related Posts

পুরাতন মালদা এ টি সির উদ্যোগে ১০ কিমি রোড রেসএ প্রথম ফালাকাটার হাসিবুল,দ্বিতীয় ও তৃতীয় মালদার তিলক মণ্ডল ও অনুপ ঘোষ।
অজস্র গোলের সুযোগ নষ্ট করে ভারত ২-০ তে পরাজিত সংযুক্ত আরব আমিরশাহীর কাছে।
এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের,মেসিকে টপকে গেলেন সুনীল।
ভারতের ক্রিকেটে ইতিহাস ,অস্ট্রেলিয়ায় সর্ব প্রথম টেস্ট সিরিজ জয়, বৃষ্টি ভেস্তে দিল সিডনি টেস্ট,
এস আর এম বি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান মালদা অনীক সংঘ
এস আর এম বি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি মালদা অনীক সংঘ ও সবুজ সংঘ বহরমপুর
কালিতলা ক্লাবের পরিচালনায় এস আর এম বি কাপের ফাইনালে সবুজ সংঘ বহরমপুর
চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দলের ১৩ জনের নাম ঘোষনা করল বিসিসিআই
কালিতলা ক্লাবের পরিচালনায় ১৮তম এস.আর.এম.বি.কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল।