Newsbazar24.com / খেলা

  • কালিয়াচক ফুটবল অ্যাকাডেমির ক্ষুদে খেলোয়াড়দের সম্বর্ধনা।

    12-Mar-18 03:18 pm


    ডেস্ক, ১২ই মার্চঃ পুণেতে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় কালিয়াচক ফুটবল অ্যাকাডেমিকে সন্মাণিত করলো কালিয়াচক এক নম্বর ব্লক কংগ্রেস ত্রদিন কালিয়াচক ব্লক কংগ্রেস পার্টি অফিসে আয়োজন করা হয়েছিলো এই অনুষ্ঠানের

    জানা যায়, পুণেতে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় দেশের মোট ২২টি দল অংশ নিয়েছিলো তার মধ্যে এই রাজ্য থেকে একমাত্র দল হিসেবে অংশ নেয় মালদার কালিয়াচক অ্যাকাডেমি ফুটবল দল প্রতিযোগিতায় সব দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কালিয়াচক মালদায় ফিরতেই তাই ওই অ্যাকাডেমির ১৪ জন খেলোয়াড়কে সংবোর্ধনা জানালো ব্লক কংগ্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুুজাপুরের বিধায়ক ঈশাখান চৌধুরী, মতিউর রহমান সহ অন্যান্যরা

    Read : 68

Related Posts

মোহনবাগানের সুপার কাপ অভিযান শেষ
মালদা জেলা মহিলা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দোহিল হাই স্কুল
কমনওয়েলথ গেমসের শেষ দিনেও পদক,তৃতীয় স্থানে ভারত।
কমনওয়েলথের নবম দিনেও ভারতের পদক সংখ্যা ৩৫ , সোনা পেলেন তেজস্বিনী, অনীশ,
কমনওয়েলথে শুটিংএ এক বঙ্গতনয়ার পদক লাভ এবং ব্যাডমিন্টনের মিক্সড টিম প্রথমবার সোনা পেল
কমনওয়েলথ গেমসে টেবল টেনিসে বিশ্বকাপের মত সেরা ভারত
আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস এর রুদ্বশ্বাস জয়।
স্টার স্পোর্টস বিসিসিআই(BCCI) এর টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার সত্ত্ব রেকর্ড দামে কিনল৬১৩৮.১ কোটি টাকায়।
২১তম কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই ভারতের সোনা ও রূপোর পদক।