Newsbazar24.com / সবার জন্য

 • দ্বিতীয়বার বাবা হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী।

  12-Mar-18 08:57 am


  ডেস্কঃ (I.D). ১২ মার্চ ২০১৮ঃ- টলি পাড়ায় এল আরও এক খুশির খবর। দ্বিতীয়বার বাবা হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী।

  ২০১২ সালে তনয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা সোহম চক্রবর্তী। এরপর ২০১৬ সালে তনয়ার কোলে আসে তাঁদের প্রথম পুত্র সন্তান। নাম রাখেন সাঁঝ চক্রবর্তী। 

   শুক্রবার দ্বিতীয়বারের জন্য সোহমের পরিবারে আসে খুশির খবর। এবারও ফের পুত্র সন্তানেরই বাবা হয়েছেন সোহম। তবে এবার তিনি কী নাম রাখতে চলেছেন তা এখনও জানা যায় নি। শিশু শিল্পী হিসাবেই প্রথম অভিনয় জীবন শুরু করেছিলেন সোহম। তখন তাঁকে সকলে মাস্টার বিট্টু বলেই চিনত। তারপর পরবর্তীকালে অভিনয়কেই নিজের পেশা হিসাবে বেছে নেন। 'প্রেম আমার', 'বোঝে না সে বোঝে না ',  'অমানুষ ',  'শুধু তোমারি জন্য ' সহ অসংখ্য ছবিতে কাজ করেছেন তিনি।

  Read : 3796
  Edit

Related Posts