Newsbazar24.com / দেশ

 • ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করতে চাইছে নির্বাচন কমিশন

  11-Mar-18 03:09 pm


  ডেস্ক ঃ ফের একবার ঝামেলায় পড়তে হতে পারে ভোটদাতাদের। এবার ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করতে চাইছে নির্বাচন কমিশন।

  সুপ্রিম কোর্টে এই মর্মে আবেদন জানিয়েছে কমিশন। একটি সর্বভারতীয় দৈনিক সূত্রে খবর, নির্বাচন কমিশনের অভিমত ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করলে ছাপ্পা ভোট পড়ার সম্ভাবনা অনেকটাই কমে ‌যাবে। এক সময় নির্বাচন কমিশন জানিয়েছিল, ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। এবার সেটাই করতে চাইছে কমিশন।

  শনিবার মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত জানিয়েছেন, ‘এখনও প‌র্যন্ত ৩২ কোটি মানুষ তাদের আধার নম্বর ভোটার আইডির সঙ্গে লিঙ্ক করিয়েছেন। এখন সুপ্রিম কোর্টের নির্দেশ পেলেই বাকী ৫৪.৫ কোটি আধার নম্বর ভোটর আইডির সঙ্গে লিঙ্ক করা হবে।’ ওই ৩২ কোটি মানুষের আধার নম্বর ভোটার আইডি কার্ডের সঙ্গে তিন মাসে লিঙ্ক করা হয়েছে বলে জানিয়েছেন রাওয়াত।

   

  Read : 127

Related Posts

যৌন অপরাধের তদন্তের জন্য একটি বিশেষ বিভাগ চালুর সুপারিশ কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রীর
ভাড়া কমতে চলেছে রাজধানী -শতাব্দীর
নববর্ষে ভারতের মধ্যে প্রথম গ্রিন স্টেশনের সম্মান পেল হাওড়া স্টেশন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডঃ আম্বেদকর জাতীয় স্মারক সৌধের উদ্বোধন করলেন
হিমাচল প্রদেশ-পঞ্জাব সীমান্তে স্কুলবাস উল্টে মৃত্যু কমপক্ষে ২৬ জনের।
আপাতত স্বস্তি। টানা ২ দিন জেলে থাকার পর অবশেষে মুক্তি পেলেন টাইগার
সলমন গেলো যোধপুর সেন্ট্রাল জেলে । সেখানে তিনি ১০৬ নম্বর কয়েদি।
দলিত আন্দোলন ঘিরে অব্যাহত হিংসা, বিধায়কের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হল
ইরাকে নিহত ভারতীয়দের প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষনা প্রধানমন্ত্রীর।