Newsbazar24.com / রাজ্য

 • জাল সার্টিফিকেট দেখিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভরতি হতে গিয়ে ধৃত যুবক

  11-Oct-18 03:42 pm


  Newsbazar 24, ডেস্ক,  ১১ অক্টোবর : অভিজিৎ সিনহা নামে এক যুবক ভুয়ো সারটিফিকেট দাখিল করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভরতি হতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল আগামীকাল তাকে শিলিগুড়ি  মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গেছে।  

  সূত্রে জানা যায় শিলিগুড়ির বাসিন্দা অভিজিৎ আজ সকালে বেশ কিছু ভুয়ো কাগজপ্ত্র নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে দেখা করে জানায় যে সে এই বছর এই মেডিকেল  কলেজে ভরতি হয়েছে  কলেজ কর্তৃপক্ষ অভিজিতের দাখিল করা কাগজপ্ত্র গুলিকে নকল  বলে জানায় এই ঘটনার পরই অধ্যক্ষ সমীর ঘোষ রায় তার বিরুদ্ধে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে ওই অভিজিৎকে গ্রেপ্তার করে পুলিশ
  উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ সমীরবাবুর কাছ থেকে জানা যায় , এক যুবক  কিছু কাগজপত্র দেখিয়ে জানায়, সে  এই মেডিকেল কলেজে  ডাক্তারী  কোর্সে ভরতি হয়েছে সেই সংক্রান্ত বেশ কিছু কাগজপত্রও দেখায় সে কিন্তু, সে যেসব কাগজ দেখিয়েছিল সবগুলোই নকল এরপরই পুলিশে অভিযোগ জানানো হয় পুলিশের তরফে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এই ঘটনার পিছনে বড় কোন চক্র আছে কিনা তাও পুলিশ তদন্ত করে দেখছে।

    

  Read : 170

Related Posts

টোটো চালকরা আন্দোলনে, মালদাবাসী প্রত্যক্ষ করল টোটোবিহীন যানজট মুক্ত মালদা শহর
সংবাদ মাধ্যমের খবরের জেরে ও কর্মী সংগঠনের আন্দোলনের চাপে বন্ধ হয়ে যাওয়া ৩৪নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ আবার শুরু হচ্ছে।
মালদায় উত্তরবঙ্গের সর্ববৃহৎ মনসা মঙ্গল কীর্তনের উদ্বোধন
মালদার গাজোলের ভরা হাটে ধৃত পকেটমার, গণপিটুনিতে গুরুতর আহত
শিলিগুড়ির বিশেষ সংশোধনাগারে বিচারধীন এক বন্দীর ঝুলন্ত দেহ উদ্ধার
আগামী ২০১৯-র শেষে মালদায় চালু হবে বিমান পরিষেবা।
গণতন্ত্র বাঁচানোর স্বার্থে মালদা জেলা বিজেপি আন্দোলনে নামল
দুর্যোগ মোকাবিলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হল মালদা জেলায়
অবশেষে কোর্টের আদেশে রাজ্য সরকার বিজেপি-র প্রতিনিধি দলকে লালবাজারে আলোচনার জন্য ডাকল ।