Newsbazar24.com / রাজ্য

 • জাল সার্টিফিকেট দেখিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভরতি হতে গিয়ে ধৃত যুবক

  11-Oct-18 03:42 pm


  Newsbazar 24, ডেস্ক,  ১১ অক্টোবর : অভিজিৎ সিনহা নামে এক যুবক ভুয়ো সারটিফিকেট দাখিল করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভরতি হতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল আগামীকাল তাকে শিলিগুড়ি  মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গেছে।  

  সূত্রে জানা যায় শিলিগুড়ির বাসিন্দা অভিজিৎ আজ সকালে বেশ কিছু ভুয়ো কাগজপ্ত্র নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে দেখা করে জানায় যে সে এই বছর এই মেডিকেল  কলেজে ভরতি হয়েছে  কলেজ কর্তৃপক্ষ অভিজিতের দাখিল করা কাগজপ্ত্র গুলিকে নকল  বলে জানায় এই ঘটনার পরই অধ্যক্ষ সমীর ঘোষ রায় তার বিরুদ্ধে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে ওই অভিজিৎকে গ্রেপ্তার করে পুলিশ
  উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ সমীরবাবুর কাছ থেকে জানা যায় , এক যুবক  কিছু কাগজপত্র দেখিয়ে জানায়, সে  এই মেডিকেল কলেজে  ডাক্তারী  কোর্সে ভরতি হয়েছে সেই সংক্রান্ত বেশ কিছু কাগজপত্রও দেখায় সে কিন্তু, সে যেসব কাগজ দেখিয়েছিল সবগুলোই নকল এরপরই পুলিশে অভিযোগ জানানো হয় পুলিশের তরফে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এই ঘটনার পিছনে বড় কোন চক্র আছে কিনা তাও পুলিশ তদন্ত করে দেখছে।

    

  Read : 186

Related Posts

তেভাগা আন্দোলনের খাঁপুরের শহীদ কৃষকদের আত্মবলিদান দিবস উদযাপন
জল সহায়করা ৫ দফা দাবিতে স্মারকলিপি জমা দিল দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে।
মাধ্যমিকের অংক পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক মাধ্যমিক পরীক্ষার্থী।
শিলিগুড়ি পৌর নিগমের ন্যায্য পাওনা আদায়ের দাবীতে মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মেয়র
মেয়েকে অপহরনের অভিযোগে থানায় সুবিচার না পেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হতভাগ্য পিতা
রতুয়া ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নিহত বীর জওয়ানদের স্মরণে মৌন মিছিল
শিশুদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা সাহাপুর কাদিরপুর কিরণময় প্রাথমিক বিদ্যালয়ে।
ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত দুটি গৃহস্থ বাড়ি, ক্ষয়ক্ষতি কুড়ি লক্ষ টাকা, অসহায় পরিবারের পাশে তৃণমূল নেতা।
ছাগল চুরি হাতেনাতে ধরে ফেলায় আক্রান্ত ছাগলের মালিক