Newsbazar24.com / খেলা
-
মালদহে অনুষ্ঠিত ৬৪তম রাজ্য অনুর্ধ ১৪ বালিকা স্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান বর্ধমান জেলা দল
11-Oct-18 03:09 pm
Newsbazar 24, ডেস্ক, ১১ অক্টোবরঃ মালদহ জেলা ক্রীড়া পরিষদের পরিচালনায় ৬৪তম রাজ্য অনুর্ধ ১৪ বালিকা স্কুল ফুটবল প্রতিযোগিতা গত মঙ্গলবার থেকে শুরু হয়েছিল গাজোলের হাতিমারি হাইস্কুল মাঠে। রাজ্যের ৬টি দল জেলা স্কুল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। দল গুলি উত্তর ২৪ পরগনা, বর্ধমান, দক্ষিণ কলকাতা,মালদহ, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর। প্রথম দিনের খেলায় বর্ধমান ২-০ গোলে উত্তর ২৪ পরগনা,কে পরাজিত করেছে। দ্বিতীয় দিনের প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করেছিল বীরভূম ও পশ্চিম মেদিনীপুর। তীব্র প্রতিদ্বন্দিতা পূর্ণ এই খেলায় পশ্চিম মেদিনিপুর জেলা দল বীরভূম জেলা দলকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠে। দ্বিতীয় সেমিফাইনালে বর্ধমান ৪-১ গোলে মালদহকে পরাজিত করে ফাইনালে উঠেছে। আজ ছিল এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ছিল। ফাইনাল খেলায় বর্ধমান ৪-০ গোলে পশ্চিম মেদিনীপুর জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। বর্ধমানের সোনালী টুডু ২ গোল সুজাতা রায় ও নাসিমুন প্র্ত্যেকে ১ গোল করে করেন। ফাইনাল খেলায় ম্যান অফ দি ম্যাচ হন পশ্চিম মেদিনীপুরের বনামিকা হেমরম ও ম্যান অফ দি টুর্নামেন্ট হন বর্ধমানের সোনালী টুডু।
Read :
642
-
মালদহে অনুষ্ঠিত ৬৪তম রাজ্য অনুর্ধ ১৪ বালিকা স্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান বর্ধমান জেলা দল
11-Oct-18 03:09 pm
Read : 642Newsbazar 24, ডেস্ক, ১১ অক্টোবরঃ মালদহ জেলা ক্রীড়া পরিষদের পরিচালনায় ৬৪তম রাজ্য অনুর্ধ ১৪ বালিকা স্কুল ফুটবল প্রতিযোগিতা গত মঙ্গলবার থেকে শুরু হয়েছিল গাজোলের হাতিমারি হাইস্কুল মাঠে। রাজ্যের ৬টি দল জেলা স্কুল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। দল গুলি উত্তর ২৪ পরগনা, বর্ধমান, দক্ষিণ কলকাতা,মালদহ, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর। প্রথম দিনের খেলায় বর্ধমান ২-০ গোলে উত্তর ২৪ পরগনা,কে পরাজিত করেছে। দ্বিতীয় দিনের প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করেছিল বীরভূম ও পশ্চিম মেদিনীপুর। তীব্র প্রতিদ্বন্দিতা পূর্ণ এই খেলায় পশ্চিম মেদিনিপুর জেলা দল বীরভূম জেলা দলকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠে। দ্বিতীয় সেমিফাইনালে বর্ধমান ৪-১ গোলে মালদহকে পরাজিত করে ফাইনালে উঠেছে। আজ ছিল এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ছিল। ফাইনাল খেলায় বর্ধমান ৪-০ গোলে পশ্চিম মেদিনীপুর জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। বর্ধমানের সোনালী টুডু ২ গোল সুজাতা রায় ও নাসিমুন প্র্ত্যেকে ১ গোল করে করেন। ফাইনাল খেলায় ম্যান অফ দি ম্যাচ হন পশ্চিম মেদিনীপুরের বনামিকা হেমরম ও ম্যান অফ দি টুর্নামেন্ট হন বর্ধমানের সোনালী টুডু।