Newsbazar24.com / রাজ্য
-
হাই ড্রেনের মধ্যে ষাড় পরে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য
11-Oct-18 02:41 pm
অজয় সরকার, বালুরঘাট, ১১ অক্টোবরঃ হাই ড্রেনের মধ্যে ষাড় পরে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া সংলগ্ন এলাকার ঘটনা। এদিন রাত সাড়ে নয়টা নাগাদ ষাড়টি হাই ড্রেনের মধ্যে পরে যায়। স্থানীয় বাসিন্দারা ষাড়টিকে ড্রেন থেকে তোলার চেষ্টা করে। পরে না পেরে দমকল বিভাগে খবর দিলে দমকল কর্মীরা প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় ষাড়টিকে উদ্ধার করে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার কুন্তল দাস বলেন, রাত সাড়ে নয়টা নাগাদ ষাড়টি ড্রেনের মধ্যে পরে যায়। প্রায় ডুবন্ত অবস্থায় আমরা ষাড়টিকে উদ্ধার করার চেষ্টা করি। কিন্তু ষাড়টি খুব বড় হওয়ায় আমরা উদ্ধার করতে পারিনা। পরে দমকলকে খবর দিলে তারাই ষাড়টিকে উদ্ধার করে।
Read :
250
-
হাই ড্রেনের মধ্যে ষাড় পরে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য
11-Oct-18 02:41 pm
Read : 250অজয় সরকার, বালুরঘাট, ১১ অক্টোবরঃ হাই ড্রেনের মধ্যে ষাড় পরে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া সংলগ্ন এলাকার ঘটনা। এদিন রাত সাড়ে নয়টা নাগাদ ষাড়টি হাই ড্রেনের মধ্যে পরে যায়। স্থানীয় বাসিন্দারা ষাড়টিকে ড্রেন থেকে তোলার চেষ্টা করে। পরে না পেরে দমকল বিভাগে খবর দিলে দমকল কর্মীরা প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় ষাড়টিকে উদ্ধার করে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার কুন্তল দাস বলেন, রাত সাড়ে নয়টা নাগাদ ষাড়টি ড্রেনের মধ্যে পরে যায়। প্রায় ডুবন্ত অবস্থায় আমরা ষাড়টিকে উদ্ধার করার চেষ্টা করি। কিন্তু ষাড়টি খুব বড় হওয়ায় আমরা উদ্ধার করতে পারিনা। পরে দমকলকে খবর দিলে তারাই ষাড়টিকে উদ্ধার করে।