Newsbazar24.com / খেলা

  • ফার্স্ট ডিভিশন ডিস্ট্রিক্ট ফুটবল লীগ এবং সুপার ডিভিশন লীগের সমাপ্তি হলো বালুরঘাটে

    11-Oct-18 02:12 pm


    সরোজ কুন্ডু, বালুরঘাট:ভারী বর্ষণের মধ্যেও দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফার্স্ট ডিভিশন ডিস্ট্রিক্ট ফুটবল লীগ এবং সুপায়র ডিভিশন ডিস্ট্রিক্ট ফুটবল লীগ সমাপ্তি হলোl সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি অমর সরকার, সম্পাদক গৌতম গোস্বামী, বিশিষ্ট সমাজসেবী ও জেলার প্রাক্তন খেলোয়াড় বিপ্লব দেব সহ ক্রীড়া প্রেমীরাl ফাস্ট ডিভিশন ডিস্ট্রিক্ট ফুটবল লীগ এ চ্যাম্পিয়ন কাস্টহর এম -এ ফুটবল ক্লাব ও রানার্স ফাতাল্লুপুর এস -কে ওয়াই সংঘ, সুপার ডিভিশন ডিস্ট্রিক্ট ফুটবল লীগ এ চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব বালুরঘাট, রানার্স দিগরা স্পোর্টিং এসোসিয়েশন l চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি ও অর্থ মূল্য তুলে দেন ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি অমর সরকার, ফুটবল সম্পাদক সত্য দেব, জেলার প্রাক্তন খেলোয়াড় বিপ্লব দেব, রেফারি এসোসিয়েশন এর সদস্য পীযুষ সরকার, ক্রীড়া সংস্থার সম্পাদকর গৌতম গোস্বামীর সমাপ্তি ভাষণের মধ্য দিয়ে এই বছরের ফুটবল লীগ শেষ হয় !

    Read : 180

Related Posts

ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে ভারত ও চীনের খেলা গোলশূন্য, অন্যবদ্য গোল কিপিং গুরপ্রীত সিং সান্ধুর
যুব অলিম্পিকে ব্যাডমিন্টনের পুরুষ সিঙ্গলস ফাইনালে স্বর্ণপদক অধরাই থেকে গেল লক্ষ্য সেনের।
যুব অলিম্পিকের ব্যাডমিন্টনের পুরুষ সিঙ্গলসে পদক নিশ্চিত ভারতীয় যুব শাটলার লক্ষ্য সেনের.
এশিয়ান গেমসের পর যুব অলিম্পিকেও স্বর্ণপদক শুটার সৌরভ চৌধুরির
মালদহে অনুষ্ঠিত ৬৪তম রাজ্য অনুর্ধ ১৪ বালিকা স্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান বর্ধমান জেলা দল
ফার্স্ট ডিভিশন ডিস্ট্রিক্ট ফুটবল লীগ এবং সুপার ডিভিশন লীগের সমাপ্তি হলো বালুরঘাটে
চতুর্থ যুব অলিম্পিকে ভারত ২টি স্বর্ণপদক ও ৩টি রৌপ্যপদক লাভ করল
২০১৮র পুরুষ বিভাগের বিশ্বকাপ হকির সরকারী ম্যাসকট ‘অলি’ র শুভ উদ্বোধন
ভারতের বিরুদ্ধে একদিবসীয় ও টি-২০ সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা