Newsbazar24.com / রাজ্য

 • পুলিশকে পুড়িয়ে মারার অভিযোগে শিলিগুড়ির এসএফ আই নেত্রী গ্রেপ্তার।

  10-Oct-18 03:29 pm


  Newsbazar24, ডেস্ক, ১০ অক্টোবরঃ পুলিশকে মারধর পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগেহাওড়া থেকে গ্রেপ্তার করা হল  শিলিগুড়ির এসএফ আই নেত্রী সুকৃতি আশকে  আজ দুপুরে হাওড়া আদালতে হাজির করানোর পর সেখান থেকে ট্রানজ়িট রিমান্ডে শিলিগুড়ি আনা হচ্ছে আগামীকাল তাঁকে শিলিগুড়ি মহকুমা আদালতে হাজির করানো হবে

  দাড়িভিটা  হাইস্কুলের ঘটনায় ২৪ সেপ্টেম্বর শিলিগুড়িতে বামেদের মিছিলে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানোর সময়  বাধা দেয় পুলিশ সেইসময় ধস্তাধস্তিতে শিলিগুড়ি থানার আইসি সহ কয়েকজন পুলিশ কর্তার গায়ে কুশপুতুল পোড়ানোর  জন্য আনা কেরোসিন ছিটকে পড়ে পুলিশ কর্তারা অভিযোগ করেন, তাঁদের পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল যদিও সেইসময় মেয়র অশোক ভট্টাচার্য জানিয়েছিলেন ,ধাক্কাধাক্কিতে হয়ত কেরোসিন ছিটকে পড়তে পারে।  প্রকাশ্যে  মিছিল থেকে পুলিশকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ হাস্যকর ঘটনার পর দুই সিপিএম নেতাকে আটক করা হলেও বামেদের চাপে তাদের ওই রাতেই  ছেড়ে দেওয়া হয় তবে মূল অভিযুক্ত সুকৃতি আশসহ মেয়র অশোক ভট্টাচার্য অন্য নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রেখেছিল পুলিশ আজ হাওড়ায় এক আত্মীয়ের বাড়ি থেকে ওই নেত্রীকে গ্রেপ্তার করা হয়

  এই ঘটনা জানার পর কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মেয়র অশোক ভট্টাচার্য তিনি বলছেন মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হল আমাদের নেত্রীকে, আমরা এর শেষ দেখে ছাড়ব।       

  Read : 200

Related Posts

তেভাগা আন্দোলনের খাঁপুরের শহীদ কৃষকদের আত্মবলিদান দিবস উদযাপন
জল সহায়করা ৫ দফা দাবিতে স্মারকলিপি জমা দিল দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে।
মাধ্যমিকের অংক পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক মাধ্যমিক পরীক্ষার্থী।
শিলিগুড়ি পৌর নিগমের ন্যায্য পাওনা আদায়ের দাবীতে মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মেয়র
মেয়েকে অপহরনের অভিযোগে থানায় সুবিচার না পেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হতভাগ্য পিতা
রতুয়া ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নিহত বীর জওয়ানদের স্মরণে মৌন মিছিল
শিশুদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা সাহাপুর কাদিরপুর কিরণময় প্রাথমিক বিদ্যালয়ে।
ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত দুটি গৃহস্থ বাড়ি, ক্ষয়ক্ষতি কুড়ি লক্ষ টাকা, অসহায় পরিবারের পাশে তৃণমূল নেতা।
ছাগল চুরি হাতেনাতে ধরে ফেলায় আক্রান্ত ছাগলের মালিক