Newsbazar24.com / সবার জন্য

 • ভাঙছে সুপারস্টারের দ্বিতীয় বিয়েও

  09-Mar-18 10:29 am


  ডেস্কঃ(I.D).০৮ মার্চ ২০১৮ঃ- ভাঙছে সুপারস্টারের দ্বিতীয় বিয়েও,যে কোনও সময় বন্ধনহীন হয়ে যেতে পারে সাতপাকের বাঁধনগুলো। শুধু স্ত্রী-র উপরই নয়, বলিউডের এই সুপারস্টার নাকি তাঁর সন্তানকেও ভুলতে বসেছেন।

  এক সহকর্মীর প্রেমে পড়েছেন এই সুপারস্টার। শুটিংয়ের সময় নাকি মাঝে মধ্যেই ওই মহিলা সহকর্মীর বাড়িতে চলে যেতেন তিনি। ফলে, মাঝে মধ্যেই একসঙ্গে বেপাত্তা হয়ে যেতেন তাঁরা। বিষয়টি জানাজানি হতেই চটে যান ওই সুপারস্টারের স্ত্রী। শুরু হয় অশান্তি। এরপর থেকেই স্ত্রী এবং সন্তানের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে তাঁর।

  জানা যাচ্ছে, মুম্বইতে ভাড়া বাড়ি ছেড়ে সুপারস্টারের বান্ধবী নাকি এখন তাঁর বাবা-মায়ের বাড়িতে রয়েছেন। এবং সেখানেই নাকি যাতায়াত করছেন ওই জনপ্রিয় অভিনেতা। বিষয়টি নিয়ে প্রথম ঢাক গুড়গুড় শুরু হলেও, বর্তমানে ওই সুপারস্টার বেশ খোলাখুলি তাঁদের সম্পর্ক নিয়ে। শোনা যাচ্ছে, বেশিদিন আর টিকবে না সুপারস্টারের ঘর, সংসার। বাঁধন তো আলাদা হয়েছেই, এবার শুধু ছাদ আলাদা হওয়ার পালা বলে শোনা যাচ্ছে।

  Read : 112

Related Posts

উইন্ডোজ ১০ এ আপগ্রেড করার পর থেকেই আপনাকে সমস্যাই পড়তে হচ্ছে ? জেনে নিন কিভাবে সমস্যা থেকে মুক্তি পাবেন
নিজেই বানিয়ে নিন টুথপেস্ট , জেনে নিন কিভাবে তৈরি করবেন টুথপেস্ট
ঘরোয়া পদ সব সময় ভাল লাগে না।তাই আজ রেস্তোরাঁর মতো চিকেন দো পেঁয়াজা হয়ে যাক
কয়েকটি ঘরোয়া উপায়ে মুখের দাগ সহজে দূর করুন
শেষ হলো ডাইনী প্রথার বিরুদ্ধে রাজকুমার দাসের পরিচালনায় "অন্তরালে"শর্ট ফিল্ম
মানসিক চাপ, ক্ষোভ কাটাতে গালিগালাজ দেওয়া ভালো
শরীরের নমনীয়তা বাড়াতে এই আসনগুলি নিয়মিত করুন
আসছে স্বল্পদৈর্ঘ্যের ছবি "মনবারে"
বিয়ে করতে চলেছেন প্রত্যুষার মৃত্যুতে অভিযুক্ত বয়ফ্রেন্ড 'রাহুল রাজ সিং'