Newsbazar24.com / রাজ্য

  • দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এ গঙ্গারাম পুরে মৃত ১

    10-Oct-18 03:05 pm


    অজয় সরকার, গঙ্গারামপুর, ১০ অক্টোবরঃ দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ট্রাক ড্রাইভারের। বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গংগারামপুর থানার ঠ্যাংগাপাড়া এলাকায় ৫১২ জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই ট্রাক ড্রাইভারের নাম মহম্মদ সইদ(৬৫)। ঘটনায় ট্রাকের খালাসি মহম্মদ শ্যাম(৫৫) গুরুতর জখম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনের বাড়ি মালদহ জেলায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন ঠ্যাংগাপাড়া এলাকায় একটি ট্রাকের সামনের চাকা ফেটে গিয়ে উলটো দিক থেকে আসা অপর একটি ট্রাকের সংগে ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের সামনের অংশ একেবারে ভাংগে যায়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌছে ড্রাইভার ও খালাসিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ড্রাইভারকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, খালাসির অবস্থায় সংকটজনক। গংগারামপুর মহকুমা পুলিশ আধিকারিক বিপুল ব্যানার্জী জানান, দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান ট্রাকের সামনের চাকা ফেটে যাওয়ায় ট্রাকটি অন্য ট্রাককে ধাক্কা মারে।

    Read : 175

Related Posts

টোটো চালকরা আন্দোলনে, মালদাবাসী প্রত্যক্ষ করল টোটোবিহীন যানজট মুক্ত মালদা শহর
সংবাদ মাধ্যমের খবরের জেরে ও কর্মী সংগঠনের আন্দোলনের চাপে বন্ধ হয়ে যাওয়া ৩৪নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ আবার শুরু হচ্ছে।
মালদায় উত্তরবঙ্গের সর্ববৃহৎ মনসা মঙ্গল কীর্তনের উদ্বোধন
মালদার গাজোলের ভরা হাটে ধৃত পকেটমার, গণপিটুনিতে গুরুতর আহত
শিলিগুড়ির বিশেষ সংশোধনাগারে বিচারধীন এক বন্দীর ঝুলন্ত দেহ উদ্ধার
আগামী ২০১৯-র শেষে মালদায় চালু হবে বিমান পরিষেবা।
গণতন্ত্র বাঁচানোর স্বার্থে মালদা জেলা বিজেপি আন্দোলনে নামল
দুর্যোগ মোকাবিলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হল মালদা জেলায়
অবশেষে কোর্টের আদেশে রাজ্য সরকার বিজেপি-র প্রতিনিধি দলকে লালবাজারে আলোচনার জন্য ডাকল ।