Newsbazar24.com / রাজ্য

  • দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এ গঙ্গারাম পুরে মৃত ১

    10-Oct-18 03:05 pm


    অজয় সরকার, গঙ্গারামপুর, ১০ অক্টোবরঃ দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ট্রাক ড্রাইভারের। বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গংগারামপুর থানার ঠ্যাংগাপাড়া এলাকায় ৫১২ জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই ট্রাক ড্রাইভারের নাম মহম্মদ সইদ(৬৫)। ঘটনায় ট্রাকের খালাসি মহম্মদ শ্যাম(৫৫) গুরুতর জখম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনের বাড়ি মালদহ জেলায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন ঠ্যাংগাপাড়া এলাকায় একটি ট্রাকের সামনের চাকা ফেটে গিয়ে উলটো দিক থেকে আসা অপর একটি ট্রাকের সংগে ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের সামনের অংশ একেবারে ভাংগে যায়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌছে ড্রাইভার ও খালাসিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ড্রাইভারকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, খালাসির অবস্থায় সংকটজনক। গংগারামপুর মহকুমা পুলিশ আধিকারিক বিপুল ব্যানার্জী জানান, দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান ট্রাকের সামনের চাকা ফেটে যাওয়ায় ট্রাকটি অন্য ট্রাককে ধাক্কা মারে।

    Read : 184

Related Posts

তেভাগা আন্দোলনের খাঁপুরের শহীদ কৃষকদের আত্মবলিদান দিবস উদযাপন
জল সহায়করা ৫ দফা দাবিতে স্মারকলিপি জমা দিল দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে।
মাধ্যমিকের অংক পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক মাধ্যমিক পরীক্ষার্থী।
শিলিগুড়ি পৌর নিগমের ন্যায্য পাওনা আদায়ের দাবীতে মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মেয়র
মেয়েকে অপহরনের অভিযোগে থানায় সুবিচার না পেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হতভাগ্য পিতা
রতুয়া ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নিহত বীর জওয়ানদের স্মরণে মৌন মিছিল
শিশুদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা সাহাপুর কাদিরপুর কিরণময় প্রাথমিক বিদ্যালয়ে।
ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত দুটি গৃহস্থ বাড়ি, ক্ষয়ক্ষতি কুড়ি লক্ষ টাকা, অসহায় পরিবারের পাশে তৃণমূল নেতা।
ছাগল চুরি হাতেনাতে ধরে ফেলায় আক্রান্ত ছাগলের মালিক