Newsbazar24.com / রাজ্য

 • কালিয়াচক ৩নং ব্লকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে আহত দু'জন।

  10-Oct-18 10:18 am


  Newsbazar 24,ডেস্ক, ১০ অক্টোবর:কালিয়াচক ৩নং ব্লকের পারদেওনাপুরে  তৃণমূলের গোষ্ঠী কোন্দলে  আহত  দু'জন  আহতদের নাম আবদুল আলিম (৩৭) জাহিরুদ্দিন শেখ (৩২)বৈষ্ণবনগর থানার পুলিশ খবর পয়ে ঘটনাস্থলে গিয়ে  তদন্ত শুরু করেছে  

  স্থানীয় সূত্রে জানা যায় পারদেওনাপুরের বাবুপাড়া আবদুল আলিম এলাকায় তৃণমূলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত গতকাল আবদুল হালিম তার এক বন্ধু  জাহিরুদ্দিনের  মোটরবাইক চেপে কালিয়াচক থেকে ফিরছিলেন সেইসময় দৌলতহাটের কাছে জনা দশেক দুষ্কৃতী তাঁদের উপর হাঁসুয়া, লোহার রড, চাকু নিয়ে হামলা করে চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসিন্দারা এরপর তাদের ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা স্থানীয় বাসিন্দারা  আবদুল সাহেব জাহিরুদ্দিনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর জাহিরুদ্দিনকে ছেড়ে দেয় কিন্তু, গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন আবদুল হালিম 

  আবদুল হালিমের পরিবার সূত্রে জানা যায় পারদেওনাপুরে তৃনমূল দুটি গোষ্ঠীতে বিভক্ত বাবর গোষ্ঠী লতিফ গোষ্ঠী দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের প্রধান হওয়া নিয়ে   এলাকায় নিজের দাপট বজায় রাখতে তৃণমূলের এই দুই দলের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ লেগেই আছে আবদুল সাহেব লতিফ গোষ্ঠীর লোক গতকাল বাড়ি ফেরার সময় বাবর গোষ্ঠীর লোকজন তাঁর উপর হামলা করে অস্ত্রের কোপে গুরুতর আহত হন আবদুল হালিম তাঁকে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে

  Read : 203

Related Posts

তেভাগা আন্দোলনের খাঁপুরের শহীদ কৃষকদের আত্মবলিদান দিবস উদযাপন
জল সহায়করা ৫ দফা দাবিতে স্মারকলিপি জমা দিল দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে।
মাধ্যমিকের অংক পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক মাধ্যমিক পরীক্ষার্থী।
শিলিগুড়ি পৌর নিগমের ন্যায্য পাওনা আদায়ের দাবীতে মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মেয়র
মেয়েকে অপহরনের অভিযোগে থানায় সুবিচার না পেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হতভাগ্য পিতা
রতুয়া ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নিহত বীর জওয়ানদের স্মরণে মৌন মিছিল
শিশুদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা সাহাপুর কাদিরপুর কিরণময় প্রাথমিক বিদ্যালয়ে।
ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত দুটি গৃহস্থ বাড়ি, ক্ষয়ক্ষতি কুড়ি লক্ষ টাকা, অসহায় পরিবারের পাশে তৃণমূল নেতা।
ছাগল চুরি হাতেনাতে ধরে ফেলায় আক্রান্ত ছাগলের মালিক