Newsbazar24.com / রাজ্য

  • মোবাইলের চার্জার চুরির অপবাদে পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে মারধোর বালুর ঘটে

    10-Oct-18 05:59 am


    অজয় সরকার, বালুরঘাট, ০৯ অক্টোবর: মোবাইলের চার্জার চুরির অপবাদে পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে মারধরের ঘটনায় স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাল কয়েক’শ আদিবাসী সম্প্রদায়ের মানুষ। মঙ্গলবার বালুরঘাট খাদিমপুর হাই স্কুলের সামনে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছায়। জানা যায়, গত শুক্রবার বিকেলে স্কুল শেষের পর বহিরাগত কিছু যুবক খাদিমপুর স্কুলে ঢুকে ফুটবল খেলছিল। সেসময় মোবাইলের চার্জার চুরির অপবাদে স্কুলের হোস্টেলের এক ছাত্র সুদীপ্ত হাসদাকে মারধর ওই যুবকরা। ঘটনায় মাথায় আঘাত লাগে সুদীপ্ত হাঁসদার। এরপর স্কুল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার স্কুল খুলতেই ওই ছাত্রের পরিবারের লোকজন সহ তার সম্প্রদায়ের বহু লোক স্কুলের সামনে জড়ো হয় ও বিক্ষোভ দেখাতে থাকে। গুরুতর জখম অবস্থায় তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বর্তমানে চিকিৎসাধীন ওই ছাত্র। বিক্ষোভকারীদের দাবি, এই ঘটনায় যুক্ত ব্যাক্তিদের গ্রেফতার ও শাস্তি দিতে হবে। দক্ষিণ দিনাজপুর অতিরিক্ত পুলিশ আধিকারিক দেবাশিষ নন্দি জানান, ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ছয় জনকে আটোক করা হয়েছে। এখনও কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

    Read : 184

Related Posts

তেভাগা আন্দোলনের খাঁপুরের শহীদ কৃষকদের আত্মবলিদান দিবস উদযাপন
জল সহায়করা ৫ দফা দাবিতে স্মারকলিপি জমা দিল দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে।
মাধ্যমিকের অংক পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক মাধ্যমিক পরীক্ষার্থী।
শিলিগুড়ি পৌর নিগমের ন্যায্য পাওনা আদায়ের দাবীতে মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মেয়র
মেয়েকে অপহরনের অভিযোগে থানায় সুবিচার না পেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হতভাগ্য পিতা
রতুয়া ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নিহত বীর জওয়ানদের স্মরণে মৌন মিছিল
শিশুদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা সাহাপুর কাদিরপুর কিরণময় প্রাথমিক বিদ্যালয়ে।
ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত দুটি গৃহস্থ বাড়ি, ক্ষয়ক্ষতি কুড়ি লক্ষ টাকা, অসহায় পরিবারের পাশে তৃণমূল নেতা।
ছাগল চুরি হাতেনাতে ধরে ফেলায় আক্রান্ত ছাগলের মালিক