Newsbazar24.com / রাজ্য

  • মোবাইলের চার্জার চুরির অপবাদে পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে মারধোর বালুর ঘটে

    10-Oct-18 05:59 am


    অজয় সরকার, বালুরঘাট, ০৯ অক্টোবর: মোবাইলের চার্জার চুরির অপবাদে পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে মারধরের ঘটনায় স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাল কয়েক’শ আদিবাসী সম্প্রদায়ের মানুষ। মঙ্গলবার বালুরঘাট খাদিমপুর হাই স্কুলের সামনে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছায়। জানা যায়, গত শুক্রবার বিকেলে স্কুল শেষের পর বহিরাগত কিছু যুবক খাদিমপুর স্কুলে ঢুকে ফুটবল খেলছিল। সেসময় মোবাইলের চার্জার চুরির অপবাদে স্কুলের হোস্টেলের এক ছাত্র সুদীপ্ত হাসদাকে মারধর ওই যুবকরা। ঘটনায় মাথায় আঘাত লাগে সুদীপ্ত হাঁসদার। এরপর স্কুল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার স্কুল খুলতেই ওই ছাত্রের পরিবারের লোকজন সহ তার সম্প্রদায়ের বহু লোক স্কুলের সামনে জড়ো হয় ও বিক্ষোভ দেখাতে থাকে। গুরুতর জখম অবস্থায় তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বর্তমানে চিকিৎসাধীন ওই ছাত্র। বিক্ষোভকারীদের দাবি, এই ঘটনায় যুক্ত ব্যাক্তিদের গ্রেফতার ও শাস্তি দিতে হবে। দক্ষিণ দিনাজপুর অতিরিক্ত পুলিশ আধিকারিক দেবাশিষ নন্দি জানান, ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ছয় জনকে আটোক করা হয়েছে। এখনও কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

    Read : 169

Related Posts

টোটো চালকরা আন্দোলনে, মালদাবাসী প্রত্যক্ষ করল টোটোবিহীন যানজট মুক্ত মালদা শহর
সংবাদ মাধ্যমের খবরের জেরে ও কর্মী সংগঠনের আন্দোলনের চাপে বন্ধ হয়ে যাওয়া ৩৪নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ আবার শুরু হচ্ছে।
মালদায় উত্তরবঙ্গের সর্ববৃহৎ মনসা মঙ্গল কীর্তনের উদ্বোধন
মালদার গাজোলের ভরা হাটে ধৃত পকেটমার, গণপিটুনিতে গুরুতর আহত
শিলিগুড়ির বিশেষ সংশোধনাগারে বিচারধীন এক বন্দীর ঝুলন্ত দেহ উদ্ধার
আগামী ২০১৯-র শেষে মালদায় চালু হবে বিমান পরিষেবা।
গণতন্ত্র বাঁচানোর স্বার্থে মালদা জেলা বিজেপি আন্দোলনে নামল
দুর্যোগ মোকাবিলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হল মালদা জেলায়
অবশেষে কোর্টের আদেশে রাজ্য সরকার বিজেপি-র প্রতিনিধি দলকে লালবাজারে আলোচনার জন্য ডাকল ।