Newsbazar24.com / খেলা

  • চাঁচল মহকুমায় জেলা যোগাসন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান মালদা ডিএসএ র তানিস্ঠা দাস

    06-Oct-18 02:19 pm


    Newsbazar 24, ডেস্ক, ৬ অক্টোবরঃ চাঁচল ফিজিক্যাল যোগা এন্ড জিম সেন্টারের পরিচালনায় আজ চাঁচল রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সমগ্র মালদা জেলার প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। মোট ৪টি বিভাগে এই প্রতিযোগিতা হয়। ৮বছর পর্যন্ত বালক বালিকা, ৮থেকে ১৬ বছর পর্যন্ত বালক বালিকা, ১৬থেকে ২০বছর পর্যন্ত  বালিকা এবং মহিলাদের ২০ বছরের উর্ধে মহিলাদের ২০ বছরের উর্ধে বিভাগে বাড়ীর গৃহিনীরা অংশগ্রহণ করেছিল। প্রতি বিভাগের প্রথম স্থানাধিকারীকে নিয়ে হয় চ্যাম্পিয়ান অফ  চ্যাম্পিয়ান প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিজয়ী হয় মালদা জেলা ক্রীড়া সংস্থার তানিস্ঠা দাস এবং রানার্স হয় মালদা রায়ন্তিকা যোগ সেন্টারের রায়ন্তিকা প্রামানিক। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে সমগ্র চাঁচল জুড়ে ব্যাপক সাড়া পড়ে গেছে।    

    Read : 410

Related Posts

বিশ্ব ফুটবল জগতের মহীরুহের পতন প্রয়াত গর্ডন ব্যাঙ্কস৷
তিন ম্যাচের টি২০ সিরিজে দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল ভারতীয় দল
স্কুল অ্যাথলেটিক্সে জাতীয় স্তরে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে রওনা হলেন মালদার দুই হত দরিদ্র বালিকা
যুবভারতী তে ফিরতি লীগে নেরোকা কে ২-১ পরাজিত করে লিগ জয়ের স্বপ্ন দেখতে শুরু করল ইস্টবেঙ্গল
টি২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতের পুরুষ ও মহিলা দল পরাজিত।
ভারত বনাম নিউজিল্যান্ড, প্রথম টি২০: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ
পুরুষ এবং মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২০-র ক্রীড়াসূচি প্রকাশিত হল।
১৫ বছর পর লিগের জোড়া কলকাতা ডার্বি লাল-হলুদের।ফিরতি পর্বেও ২-০ তে জয় ইস্টবেঙ্গলের
পুরাতন মালদা এ টি সির উদ্যোগে ১০ কিমি রোড রেসএ প্রথম ফালাকাটার হাসিবুল,দ্বিতীয় ও তৃতীয় মালদার তিলক মণ্ডল ও অনুপ ঘোষ।