Newsbazar24.com / রাজ্য
-
ভ্রমনপিপাসুদের কাছে সুখবর আগামী ৫ অক্টোবর থেকে দার্জিলিঙে আবার চালু হচ্ছে টয় ট্রেন
02-Oct-18 03:18 pm

Newsbazar 24,ডেস্ক, ২ অক্টোবর : যারা পুজোর সময় দার্জিলিঙে আসবেন বলে ঠিক করেছেন তাদের কাছে সুখবর। সূত্রে জানা গেছে আগামী ৫ অক্টোবর থেকে আবার চলতে পারে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর জানিয়েছেন , সব কিছু ঠিক করে আমরা টয়ট্রেন চালাব। আজ ট্রায়াল রান হয়েছে। ৫ অক্টোবর থেকে এই পরিষেবা চালুর সম্ভাবনা আছে।
লাইনে ধসের কারণে গত ৩০ অগাস্ট থেকে বন্ধ রয়েছে টয়ট্রেন পরিষেবা। লাইন মেরামতির পর আজ ট্রায়াল হিসেবে টয়ট্রেন চালানো হয়েছে। রেলকর্তাদের আশা চলতি সপ্তাহ থেকেই ফের চালানো যাবে টয়ট্রেন।
পাহাড়ে পর্যটকদের জন্য "জয় রাইড" ও "রেড পান্ডা" সার্ভিসের মাধ্যমে দুটি টয়ট্রেন পরিষেবা চললেও বরাবরই পর্যটকদের মূল আকর্ষণ নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা। চলতি সপ্তাহে ফের এই পরিষেবা চালু হলে পুজোয় পাহাড়ে বাড়তি ভিড় হতেই পারে বলে আশা করছেন রেল ও পর্যটন দপ্তরের কর্তারা।
রক্ষণাবেক্ষণের জন্য পাহাড়ে টয়ট্রেনের অন্য কিছু পরিষেবা অবশ্য পুজোর মুখে বনধ করা হচ্ছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। রেলসূত্রে খবর, ৫ অক্টোবর অবধি বন্ধ থাকবে দার্জিলিং ও ঘুমের মধ্যে টয়ট্রেনের জয় রাইড। এছাড়া দার্জিলিঙ ও কার্সিয়ঙের মাঝেও টয়ট্রেন বন্ধ থাকবে অক্টোবরের একাধিক দিন।
পর্যটন ব্যবসায়ীরা জানান, পুজোর মরশুমে ছুটি কাটাতে বহু মানুষ পাহাড়ে আসেন। তাই টয়ট্রেন পরিষেবা অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন ফের চালু হলে তা পর্যটন ব্যবসার পক্ষে সুখবর। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন যদি ৫ অক্টোবর থেকে এই পরিষেবা চালু করা গেলে তা খুব ভালো খবর। আমরা চাই হেরিটেজ টয়ট্রেন নিয়মিত চলাচল করুক।"
Read :
198
-
ভ্রমনপিপাসুদের কাছে সুখবর আগামী ৫ অক্টোবর থেকে দার্জিলিঙে আবার চালু হচ্ছে টয় ট্রেন
02-Oct-18 03:18 pm
Newsbazar 24,ডেস্ক, ২ অক্টোবর : যারা পুজোর সময় দার্জিলিঙে আসবেন বলে ঠিক করেছেন তাদের কাছে সুখবর। সূত্রে জানা গেছে আগামী ৫ অক্টোবর থেকে আবার চলতে পারে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর জানিয়েছেন , সব কিছু ঠিক করে আমরা টয়ট্রেন চালাব। আজ ট্রায়াল রান হয়েছে। ৫ অক্টোবর থেকে এই পরিষেবা চালুর সম্ভাবনা আছে।
লাইনে ধসের কারণে গত ৩০ অগাস্ট থেকে বন্ধ রয়েছে টয়ট্রেন পরিষেবা। লাইন মেরামতির পর আজ ট্রায়াল হিসেবে টয়ট্রেন চালানো হয়েছে। রেলকর্তাদের আশা চলতি সপ্তাহ থেকেই ফের চালানো যাবে টয়ট্রেন।
পাহাড়ে পর্যটকদের জন্য "জয় রাইড" ও "রেড পান্ডা" সার্ভিসের মাধ্যমে দুটি টয়ট্রেন পরিষেবা চললেও বরাবরই পর্যটকদের মূল আকর্ষণ নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা। চলতি সপ্তাহে ফের এই পরিষেবা চালু হলে পুজোয় পাহাড়ে বাড়তি ভিড় হতেই পারে বলে আশা করছেন রেল ও পর্যটন দপ্তরের কর্তারা।
রক্ষণাবেক্ষণের জন্য পাহাড়ে টয়ট্রেনের অন্য কিছু পরিষেবা অবশ্য পুজোর মুখে বনধ করা হচ্ছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। রেলসূত্রে খবর, ৫ অক্টোবর অবধি বন্ধ থাকবে দার্জিলিং ও ঘুমের মধ্যে টয়ট্রেনের জয় রাইড। এছাড়া দার্জিলিঙ ও কার্সিয়ঙের মাঝেও টয়ট্রেন বন্ধ থাকবে অক্টোবরের একাধিক দিন।
পর্যটন ব্যবসায়ীরা জানান, পুজোর মরশুমে ছুটি কাটাতে বহু মানুষ পাহাড়ে আসেন। তাই টয়ট্রেন পরিষেবা অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন ফের চালু হলে তা পর্যটন ব্যবসার পক্ষে সুখবর। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন যদি ৫ অক্টোবর থেকে এই পরিষেবা চালু করা গেলে তা খুব ভালো খবর। আমরা চাই হেরিটেজ টয়ট্রেন নিয়মিত চলাচল করুক।"