Newsbazar24.com / খেলা

  • হবিবপুর ব্লকে খেত নদী উৎসবকে কেন্দ্র করে ফুটবল, কাবাডি ও তিরন্দাজী প্রতিযোগিতা শেষ হল।

    01-Oct-18 11:16 am


     Newsbazar 24,ডেস্ক, ১লা অক্টোবরঃ খেলার জগতে নূতন প্রতিভা কে তুলে আনার পাশাপশি সাধারন মানুষের সাথে পুলিশের জনসংযোগ বাড়াবার জন্য মালদা জেলায় অনুষ্ঠিত হল খেত নদী উৎসব। মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং হবিবপুর থানার ব্যাবস্থাপনায় কেন্দপুকুর মাঠে গতকাল শেষ হল পুরুষ মহিলা দলের কাবাডি প্রতিযোগিতা, তীরন্দাজী প্রতিযোগিতা ফুটবল খেলা। উত্তেজনাপূর্ণ  ফুটবল খেলার ফাইনালে  অংশগ্রহণ করেছিল খোচকান্দর জিতু মেমোরিয়াল রানার্স মঙ্গলপুরা প্রগতি  সংঘ। চ্যাম্পিয়ান খোচকান্দর জিতু মেমোরিয়াল এবং রানার্স মঙ্গলপুরা প্রগতি সংঘ। কাবাডিতে পুরুষ বিভাগে বিজয়ী হবিবপুর তাইকুন্ডা ক্লাব বিজিত কেন্দপুকুর ভাই বন্ধু ক্লাব। তিরন্দাজীতে পুরুষ বিভাগে প্রথম জিশু মারডী,দ্বিতীয় রাবিন হেমরম তৃতীয় রবি মারডী। মহিলা বিভাগে প্রথম প্রমিলা টুডু,দ্বিতীয় গোলাপী মুরমু তৃতিয় রিনা টুডু।

    প্রতিযোগিতার শুভ সূচনা করেন মালদা জেলা পুলিশের ডিএসপি(ডি এন্ড টি) শ্রী শ্যামল কুমার মণ্ডল। তিনি বলেন খেলাধুলার মধ্য দিয়ে আমরা আদিবাসী সম্প্রদায় সহ সাধারন মানুষের সাথে পুলিশের যোগাযোগ নিবিড় করতে চাই।  এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের বিডিও শ্রী শুভজিত জানা, হবিবপুর থানার আই সি ত্রিদিব প্রামানিক। প্রতিযোগিতা শেষে সফল  প্রতিযোগীদের হাতে পুরুস্কার তুলে দেন তারা।     


    Read : 785

Related Posts

ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে ভারত ও চীনের খেলা গোলশূন্য, অন্যবদ্য গোল কিপিং গুরপ্রীত সিং সান্ধুর
যুব অলিম্পিকে ব্যাডমিন্টনের পুরুষ সিঙ্গলস ফাইনালে স্বর্ণপদক অধরাই থেকে গেল লক্ষ্য সেনের।
যুব অলিম্পিকের ব্যাডমিন্টনের পুরুষ সিঙ্গলসে পদক নিশ্চিত ভারতীয় যুব শাটলার লক্ষ্য সেনের.
এশিয়ান গেমসের পর যুব অলিম্পিকেও স্বর্ণপদক শুটার সৌরভ চৌধুরির
মালদহে অনুষ্ঠিত ৬৪তম রাজ্য অনুর্ধ ১৪ বালিকা স্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান বর্ধমান জেলা দল
ফার্স্ট ডিভিশন ডিস্ট্রিক্ট ফুটবল লীগ এবং সুপার ডিভিশন লীগের সমাপ্তি হলো বালুরঘাটে
চতুর্থ যুব অলিম্পিকে ভারত ২টি স্বর্ণপদক ও ৩টি রৌপ্যপদক লাভ করল
২০১৮র পুরুষ বিভাগের বিশ্বকাপ হকির সরকারী ম্যাসকট ‘অলি’ র শুভ উদ্বোধন
ভারতের বিরুদ্ধে একদিবসীয় ও টি-২০ সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা