Newsbazar24.com / খেলা

  • হবিবপুর ব্লকে খেত নদী উৎসবকে কেন্দ্র করে ফুটবল, কাবাডি ও তিরন্দাজী প্রতিযোগিতা শেষ হল।

    01-Oct-18 11:16 am


     Newsbazar 24,ডেস্ক, ১লা অক্টোবরঃ খেলার জগতে নূতন প্রতিভা কে তুলে আনার পাশাপশি সাধারন মানুষের সাথে পুলিশের জনসংযোগ বাড়াবার জন্য মালদা জেলায় অনুষ্ঠিত হল খেত নদী উৎসব। মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং হবিবপুর থানার ব্যাবস্থাপনায় কেন্দপুকুর মাঠে গতকাল শেষ হল পুরুষ মহিলা দলের কাবাডি প্রতিযোগিতা, তীরন্দাজী প্রতিযোগিতা ফুটবল খেলা। উত্তেজনাপূর্ণ  ফুটবল খেলার ফাইনালে  অংশগ্রহণ করেছিল খোচকান্দর জিতু মেমোরিয়াল রানার্স মঙ্গলপুরা প্রগতি  সংঘ। চ্যাম্পিয়ান খোচকান্দর জিতু মেমোরিয়াল এবং রানার্স মঙ্গলপুরা প্রগতি সংঘ। কাবাডিতে পুরুষ বিভাগে বিজয়ী হবিবপুর তাইকুন্ডা ক্লাব বিজিত কেন্দপুকুর ভাই বন্ধু ক্লাব। তিরন্দাজীতে পুরুষ বিভাগে প্রথম জিশু মারডী,দ্বিতীয় রাবিন হেমরম তৃতীয় রবি মারডী। মহিলা বিভাগে প্রথম প্রমিলা টুডু,দ্বিতীয় গোলাপী মুরমু তৃতিয় রিনা টুডু।

    প্রতিযোগিতার শুভ সূচনা করেন মালদা জেলা পুলিশের ডিএসপি(ডি এন্ড টি) শ্রী শ্যামল কুমার মণ্ডল। তিনি বলেন খেলাধুলার মধ্য দিয়ে আমরা আদিবাসী সম্প্রদায় সহ সাধারন মানুষের সাথে পুলিশের যোগাযোগ নিবিড় করতে চাই।  এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের বিডিও শ্রী শুভজিত জানা, হবিবপুর থানার আই সি ত্রিদিব প্রামানিক। প্রতিযোগিতা শেষে সফল  প্রতিযোগীদের হাতে পুরুস্কার তুলে দেন তারা।     


    Read : 864

Related Posts

বিশ্ব ফুটবল জগতের মহীরুহের পতন প্রয়াত গর্ডন ব্যাঙ্কস৷
তিন ম্যাচের টি২০ সিরিজে দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল ভারতীয় দল
স্কুল অ্যাথলেটিক্সে জাতীয় স্তরে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে রওনা হলেন মালদার দুই হত দরিদ্র বালিকা
যুবভারতী তে ফিরতি লীগে নেরোকা কে ২-১ পরাজিত করে লিগ জয়ের স্বপ্ন দেখতে শুরু করল ইস্টবেঙ্গল
টি২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতের পুরুষ ও মহিলা দল পরাজিত।
ভারত বনাম নিউজিল্যান্ড, প্রথম টি২০: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ
পুরুষ এবং মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২০-র ক্রীড়াসূচি প্রকাশিত হল।
১৫ বছর পর লিগের জোড়া কলকাতা ডার্বি লাল-হলুদের।ফিরতি পর্বেও ২-০ তে জয় ইস্টবেঙ্গলের
পুরাতন মালদা এ টি সির উদ্যোগে ১০ কিমি রোড রেসএ প্রথম ফালাকাটার হাসিবুল,দ্বিতীয় ও তৃতীয় মালদার তিলক মণ্ডল ও অনুপ ঘোষ।