Newsbazar24.com / খেলা

 • দীর্ঘ ১৪ বৎসর পর ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে অংশগ্রহণকারী এক ভারতীয় অ্যাথলিট অলিম্পিক্সে পদক পেতে চলেছেন।

  02-Mar-18 02:20 pm


  ডেস্ক২রা মার্চঃ দীর্ঘ ১৪ বৎসর পর আর এক ভারতীয় অ্যাথলিট অলিম্পিক্সে পদক পেতে চলেছেন। গত    ২০০৪ সালের এথেন্স অলিম্পিক্সে পঞ্চম হয়েছিলেন ভারতের লং জাম্পার অঞ্জু ববি জর্জ সেই টুর্নামেন্টে প্রথম , দ্বিতীয়, তৃতীয়  হয়েছিলেন  রাশিয়ার তিন অ্যাথলিট এরা সকলেই ডোপিংয়ে অভিযুক্ত চতুর্থ হয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্রাউনি থম্পসন ষষ্ঠ হয়েছিলেন জেড জনসন প্রাথমিক ভাবে অভিযোগ প্রমানিত।   এরপরেই নড়েচড়ে বসেছে ভারত, অস্ট্রেলিয়া ব্রিটেনের অলিম্পিক্স অ্যাসোসিয়েশান তারা সকলে মিলে ইন্টারন্যাশানাল অ্যাসোসিয়েশান অফ অ্যাথলেটিক্স ফেডারেশনস বা আইএএএফ কে চিঠি দিয়েছে নিজেদের প্রতিযোগীদের যাতে পদকগুলি পাইয়ে দেওয়া যায়  ইন্টারন্যাশানল অলিম্পিক কমিটির কাছে তারা আবেদন করেছেন তিনি অভিযুক্ত রাশিয়ানের পদক পরের তিন প্রতিযোগীকে যেন দিয়ে দেওয়া হয় যদি আইএএএফ আইওসি সহমত হয় তাহলে ভারতের  অঞ্জু ববি জর্জ রূপোর পদক পাবেন এদিকে ভারতীয় লং জাম্পার জানিয়েছেন তিনি আশাবাদী পদক পাওয়ার বিষয়ে তিনি জানিয়েছেন তিনটি অ্যাথলেটিক্স ফেডারেশন এক হয়ে আবেদন করেছে ফলে দ্রুত ফল পাওয়া যাবে এর আগেও এই ধরণের ঘটনার নজির অ্যাথলেটিক্সে রয়েছে সেটাও জানিয়েছেন অঞ্জু ববি জর্জ যদি  সব কিছু ঠিক ভাবে চললে আগামীদিনে ভারতের আর এক অ্যাথলিট  অঞ্জু ববি জর্জেরনাম অলিম্পিক্স রূপো প্রাপকদের তালিকায় নাম যুক্ত হবে

   

   

  Read : 2578

Related Posts

পুরাতন মালদা এ টি সির উদ্যোগে ১০ কিমি রোড রেসএ প্রথম ফালাকাটার হাসিবুল,দ্বিতীয় ও তৃতীয় মালদার তিলক মণ্ডল ও অনুপ ঘোষ।
অজস্র গোলের সুযোগ নষ্ট করে ভারত ২-০ তে পরাজিত সংযুক্ত আরব আমিরশাহীর কাছে।
এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের,মেসিকে টপকে গেলেন সুনীল।
ভারতের ক্রিকেটে ইতিহাস ,অস্ট্রেলিয়ায় সর্ব প্রথম টেস্ট সিরিজ জয়, বৃষ্টি ভেস্তে দিল সিডনি টেস্ট,
এস আর এম বি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান মালদা অনীক সংঘ
এস আর এম বি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি মালদা অনীক সংঘ ও সবুজ সংঘ বহরমপুর
কালিতলা ক্লাবের পরিচালনায় এস আর এম বি কাপের ফাইনালে সবুজ সংঘ বহরমপুর
চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দলের ১৩ জনের নাম ঘোষনা করল বিসিসিআই
কালিতলা ক্লাবের পরিচালনায় ১৮তম এস.আর.এম.বি.কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল।