Newsbazar24.com / খেলা

 • দীর্ঘ ১৪ বৎসর পর ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে অংশগ্রহণকারী এক ভারতীয় অ্যাথলিট অলিম্পিক্সে পদক পেতে চলেছেন।

  02-Mar-18 02:20 pm


  ডেস্ক২রা মার্চঃ দীর্ঘ ১৪ বৎসর পর আর এক ভারতীয় অ্যাথলিট অলিম্পিক্সে পদক পেতে চলেছেন। গত    ২০০৪ সালের এথেন্স অলিম্পিক্সে পঞ্চম হয়েছিলেন ভারতের লং জাম্পার অঞ্জু ববি জর্জ সেই টুর্নামেন্টে প্রথম , দ্বিতীয়, তৃতীয়  হয়েছিলেন  রাশিয়ার তিন অ্যাথলিট এরা সকলেই ডোপিংয়ে অভিযুক্ত চতুর্থ হয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্রাউনি থম্পসন ষষ্ঠ হয়েছিলেন জেড জনসন প্রাথমিক ভাবে অভিযোগ প্রমানিত।   এরপরেই নড়েচড়ে বসেছে ভারত, অস্ট্রেলিয়া ব্রিটেনের অলিম্পিক্স অ্যাসোসিয়েশান তারা সকলে মিলে ইন্টারন্যাশানাল অ্যাসোসিয়েশান অফ অ্যাথলেটিক্স ফেডারেশনস বা আইএএএফ কে চিঠি দিয়েছে নিজেদের প্রতিযোগীদের যাতে পদকগুলি পাইয়ে দেওয়া যায়  ইন্টারন্যাশানল অলিম্পিক কমিটির কাছে তারা আবেদন করেছেন তিনি অভিযুক্ত রাশিয়ানের পদক পরের তিন প্রতিযোগীকে যেন দিয়ে দেওয়া হয় যদি আইএএএফ আইওসি সহমত হয় তাহলে ভারতের  অঞ্জু ববি জর্জ রূপোর পদক পাবেন এদিকে ভারতীয় লং জাম্পার জানিয়েছেন তিনি আশাবাদী পদক পাওয়ার বিষয়ে তিনি জানিয়েছেন তিনটি অ্যাথলেটিক্স ফেডারেশন এক হয়ে আবেদন করেছে ফলে দ্রুত ফল পাওয়া যাবে এর আগেও এই ধরণের ঘটনার নজির অ্যাথলেটিক্সে রয়েছে সেটাও জানিয়েছেন অঞ্জু ববি জর্জ যদি  সব কিছু ঠিক ভাবে চললে আগামীদিনে ভারতের আর এক অ্যাথলিট  অঞ্জু ববি জর্জেরনাম অলিম্পিক্স রূপো প্রাপকদের তালিকায় নাম যুক্ত হবে

   

   

  Read : 126

Related Posts

ভারতীয় ফুটবল ফেডারেশানের সহ সভাপতি সুব্রত দত্ত প্রশাসক হিসাবে আন্তর্জাতিক স্তরে ফুটবল প্রশাসনে
প্রয়াত প্রাক্তন দিকপাল ব্যাডমিন্টন খেলোয়াড় মনোজ গুহ।
স্কুল কবাডিতে চ্যাম্পিয়ন্স মোথাবাড়ি ও বাঙ্গীটোলা হাইস্কুল
ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা অধরাই থেকে গেল পি ভি সিন্ধুর।
রাজ্য অ্যাথলেটিকস মিটের তৃতীয় দিনে মালদার প্রতিযোগীরা ৪ টি সোনা ১ টি রুপো ও ২ টি ব্রোঞ্জ পদক লাভ করেছে
প্রথম টেস্টে ৩১ রানে জিতে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয়বার পিভি সিন্ধু
রাজ্য অ্যাথলেটিকস মিটে প্রথম দুই দিনে মালদাজেলার পাঁচটি পদক জয়।
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় সাইনা নেহওয়ালের