Newsbazar24.com / খেলা

 • দীর্ঘ ১৪ বৎসর পর ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে অংশগ্রহণকারী এক ভারতীয় অ্যাথলিট অলিম্পিক্সে পদক পেতে চলেছেন।

  02-Mar-18 02:20 pm


  ডেস্ক২রা মার্চঃ দীর্ঘ ১৪ বৎসর পর আর এক ভারতীয় অ্যাথলিট অলিম্পিক্সে পদক পেতে চলেছেন। গত    ২০০৪ সালের এথেন্স অলিম্পিক্সে পঞ্চম হয়েছিলেন ভারতের লং জাম্পার অঞ্জু ববি জর্জ সেই টুর্নামেন্টে প্রথম , দ্বিতীয়, তৃতীয়  হয়েছিলেন  রাশিয়ার তিন অ্যাথলিট এরা সকলেই ডোপিংয়ে অভিযুক্ত চতুর্থ হয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্রাউনি থম্পসন ষষ্ঠ হয়েছিলেন জেড জনসন প্রাথমিক ভাবে অভিযোগ প্রমানিত।   এরপরেই নড়েচড়ে বসেছে ভারত, অস্ট্রেলিয়া ব্রিটেনের অলিম্পিক্স অ্যাসোসিয়েশান তারা সকলে মিলে ইন্টারন্যাশানাল অ্যাসোসিয়েশান অফ অ্যাথলেটিক্স ফেডারেশনস বা আইএএএফ কে চিঠি দিয়েছে নিজেদের প্রতিযোগীদের যাতে পদকগুলি পাইয়ে দেওয়া যায়  ইন্টারন্যাশানল অলিম্পিক কমিটির কাছে তারা আবেদন করেছেন তিনি অভিযুক্ত রাশিয়ানের পদক পরের তিন প্রতিযোগীকে যেন দিয়ে দেওয়া হয় যদি আইএএএফ আইওসি সহমত হয় তাহলে ভারতের  অঞ্জু ববি জর্জ রূপোর পদক পাবেন এদিকে ভারতীয় লং জাম্পার জানিয়েছেন তিনি আশাবাদী পদক পাওয়ার বিষয়ে তিনি জানিয়েছেন তিনটি অ্যাথলেটিক্স ফেডারেশন এক হয়ে আবেদন করেছে ফলে দ্রুত ফল পাওয়া যাবে এর আগেও এই ধরণের ঘটনার নজির অ্যাথলেটিক্সে রয়েছে সেটাও জানিয়েছেন অঞ্জু ববি জর্জ যদি  সব কিছু ঠিক ভাবে চললে আগামীদিনে ভারতের আর এক অ্যাথলিট  অঞ্জু ববি জর্জেরনাম অলিম্পিক্স রূপো প্রাপকদের তালিকায় নাম যুক্ত হবে

   

   

  Read : 2080

Related Posts

ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে ভারত ও চীনের খেলা গোলশূন্য, অন্যবদ্য গোল কিপিং গুরপ্রীত সিং সান্ধুর
যুব অলিম্পিকে ব্যাডমিন্টনের পুরুষ সিঙ্গলস ফাইনালে স্বর্ণপদক অধরাই থেকে গেল লক্ষ্য সেনের।
যুব অলিম্পিকের ব্যাডমিন্টনের পুরুষ সিঙ্গলসে পদক নিশ্চিত ভারতীয় যুব শাটলার লক্ষ্য সেনের.
এশিয়ান গেমসের পর যুব অলিম্পিকেও স্বর্ণপদক শুটার সৌরভ চৌধুরির
মালদহে অনুষ্ঠিত ৬৪তম রাজ্য অনুর্ধ ১৪ বালিকা স্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান বর্ধমান জেলা দল
ফার্স্ট ডিভিশন ডিস্ট্রিক্ট ফুটবল লীগ এবং সুপার ডিভিশন লীগের সমাপ্তি হলো বালুরঘাটে
চতুর্থ যুব অলিম্পিকে ভারত ২টি স্বর্ণপদক ও ৩টি রৌপ্যপদক লাভ করল
২০১৮র পুরুষ বিভাগের বিশ্বকাপ হকির সরকারী ম্যাসকট ‘অলি’ র শুভ উদ্বোধন
ভারতের বিরুদ্ধে একদিবসীয় ও টি-২০ সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা