Newsbazar24.com / খেলা

 • চেন্নাই সিটি এফসি মিনার্ভা পঞ্জাব কে ২-১ গোলে হারিয়ে আই লীগ জমিয়ে দিল।

  02-Mar-18 11:11 am


  ডেস্ক, ২রা মার্চঃ  আবার আই লিগ জমিয়ে দিল চেন্নাই সিটি এফসি আজ শুক্রবার কোয়েম্বাটুরে জে এল এন স্টেডিয়ামে চেন্নাই সিটি এফসি মিনার্ভা পঞ্জাব কে - গোলে  হারিয়ে দিলএই ম্যাচের আগে পর্যন্ত মিনার্ভা পঞ্জাব  লিগ  টেবিলের শীর্ষে ছিল। মিনার্ভা পঞ্জাব আজ হেরে যাওয়ায় ফলে  ইস্টবেঙ্গল নেরোকা  এফসি সামনে লিগ জয়ের হাতছানি।

  ম্যাচের শুরুতেই এগিয়ে যায় চেন্নাই মিনিটে ডানদিক থেকে এডউইনের সেন্টার থেকে হেড করে গোল করেন সোসাইরাজ।                                                                                                                                              

  সেই সময় পঞ্জাব গোলকিপার লিম্বু সেভ করতে গেলে ফিরতি বলে গোল চেন্নাইয়ের এই স্ট্রাইকার তবে ২৬ মিনিটে ভুটানের স্টাইকার চেঞ্চো গোল করে  সমতায় ফেরান পঞ্জাব সেন্টার থেকে আসা অমনদীপ সিংয়ের লম্বা বলকে ধরে বাঁ-পায়ের  জোরালো শটে বক্সে দাঁড়িয়ে গোল করেন চেঞ্চো এরপর ৬০ মিনিটে চেন্নাইর মিডফিল্ডার এক থ্রু বাড়ান তখন পাঞ্জাবের পেনাল্টি বক্সে ছিলেন  চেন্নাইয়ের আলেক্সজান্ডার রাকিচ তিনি বলটি ধরে গোল করতে এবার আর আগের মত ভুল করেননি আলেক্সজান্ডার রাকিচ   এরপরে মিনার্ভা আক্রমনাত্মক ফুটবল খেললেও  গোল করতে ব্যর্থ হয় তবে  মাঝে মাঝে প্রতি-আক্রমণে গোলের ব্যবধান বাড়াতে পারত  চেন্নাই এফ সি এক সময় মিনার্ভার গোলকিপার লিম্বু উঠে গোল করতে এলে ফাঁকা গোলের সুযোগ পেয়ে যায় চেন্নাই তবে গোলের সহজ সুযোগ নষ্ট করে চেন্নাই সেটা না হলে ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারত

  ৬০ মিনিটে চেন্নাই এফসি র আলেক্সজান্ডার রাকিচ সবুজ জার্সি নং ৯ জয়সূচক গোল করার পূর্বমুহূর্তে।

  Read : 5619

Related Posts

পুরাতন মালদা এ টি সির উদ্যোগে ১০ কিমি রোড রেসএ প্রথম ফালাকাটার হাসিবুল,দ্বিতীয় ও তৃতীয় মালদার তিলক মণ্ডল ও অনুপ ঘোষ।
অজস্র গোলের সুযোগ নষ্ট করে ভারত ২-০ তে পরাজিত সংযুক্ত আরব আমিরশাহীর কাছে।
এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের,মেসিকে টপকে গেলেন সুনীল।
ভারতের ক্রিকেটে ইতিহাস ,অস্ট্রেলিয়ায় সর্ব প্রথম টেস্ট সিরিজ জয়, বৃষ্টি ভেস্তে দিল সিডনি টেস্ট,
এস আর এম বি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান মালদা অনীক সংঘ
এস আর এম বি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি মালদা অনীক সংঘ ও সবুজ সংঘ বহরমপুর
কালিতলা ক্লাবের পরিচালনায় এস আর এম বি কাপের ফাইনালে সবুজ সংঘ বহরমপুর
চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দলের ১৩ জনের নাম ঘোষনা করল বিসিসিআই
কালিতলা ক্লাবের পরিচালনায় ১৮তম এস.আর.এম.বি.কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল।