Newsbazar24.com / রাজ্য

  • শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকের বাতাসি গ্রামে প্রায় ছয় ফিট লম্বা কোবরা উদ্বার

    26-Feb-18 11:42 am


    ডেস্ক , ২৬ ফেব্রুয়ারি  :  শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকের বাতাসি গ্রামে প্রায় ছয় ফিট লম্বা কোবরা উদ্বার হল।  এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়

     জানা যায় যে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের বাতাসির বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডলের বাড়িতে আজ সকালে এক  প্রায় ছয় ফিট লম্বা কোবরা দেখা যায়। এলাকায়  ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।উপায় খুজে না পেয়ে গ্রামবাসীরা  বনদপ্তরকে খবর দেন বনদপ্তরের কর্মীরা  ঘটনার খবর  পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাণ। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে , উদ্ধার হওয়া সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

    Read : 928

Related Posts